ঈদে চাপ বেড়েছে যশোর বিমানবন্দরে, টিকিটে বিশেষ ছাড় ইউএস বাংলায়

আরো পড়ুন

যশোর: মহামারি করোনাভাইরাসের দুই বছর পর এবার ঈদে ঘরে ফেরা মানুষের আনন্দযাত্রা। সড়ক, রেল ও নৌ পথের যাতায়াতের ভোগান্তির থেকে বাঁচতে আকাশ পথ বেছে নিচ্ছেন অনেকে। যার ফলে যশোর বিমানবন্দরের অভ্যন্তরীণ ফ্লাইট বাড়ানো হয়েছে। এছাড়া ঈদে যাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা ও নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

আকাশ পথে যাত্রীদের চাপ সামলাতে অভ্যন্তরীণ ঢাকা-যশোর রুটে ফ্লাইট সংখ্যা বাড়িয়েছে ইউএস বাংলা এয়ারলাইনস, বিমান বাংলাদেশ এয়ারলাইনস ও নোভো এয়ার লাইনস।

ইউএস বাংলা এয়ারলাইনসের যশোর বিমানবন্দর স্টেশন ইনচার্জ সাবিবর হোসাইন বলেন, গত ২৮ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ঢাকা থেকে যশোরে আসা শত ভাগ টিকিট বিক্রি হয়েছে ইউএস বাংলা এয়ারলাইনসের। প্রতিদিন ৭টি ফ্লাইট চলাচল করলেও আজ (২৯ এপ্রিল) যাত্রীদের চাপে বাড়ানো হয়েছে ১টি অতিরিক্ত ফ্লাইট। অন্যদিকে ঈদ উপলক্ষে যশোর থেকে ঢাকার ফ্লাইটের যাত্রীদের টিকিটে বিশেষ ছাড় দেয়া হচ্ছে।

ইউএস বাংলা এয়ারলাইনসে বিকালে ফ্লাইটে যশোরে নামেন জাতীয় মানের ফুটবলার মান্নান রাব্বি। তিনি বলেন, ইউএস বাংলা এয়ারলাইনসে নিয়মিত যাতায়াত করি। সুযোগ সুবিধা অনেক ভালো অন্য এয়ারলাইনস থেকে। তবে এবার ঈদ উপলক্ষে বাড়িতে আসতে যেয়ে টিকিট পেতে অনেক বেগ পেতে হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের যশোর স্টেশন ম্যানেজার শেখ মুজিবুর রহমান, প্রতিদিন ২টি ফ্লাইট ছিলো। কিন্তু ঈদে যাত্রীদের চাপ বেড়েছে। এজন্য একটি অতিরিক্ত ফ্লাইট বাড়ানো হয়েছে।

নোভো এয়ার লাইনসের যশোরে কাস্টমার সার্ভিস অফিসার শামিম রেজা বলেন, নিয়মিত ৬টি ফ্লাইট ছিলো। ঈদ উপলক্ষে একটি অতিরিক্ত ফ্লাইট সংখ্যা বাড়ানো হয়েছে।

যশোর বিমান বন্দরের ব্যবস্থাপক মাসুদুল হক জানান, এবার ঈদের যাত্রীদের চাহিদা বিবেচনায় এয়ারলাইনসগুলো ফ্লাইট বাড়িয়েছে। ঈদে যাত্রীদের ভোগান্তি কমাতে বিশেষ ব্যবস্থা ও নিরাপত্তা জোরদার করা হয়েছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ