জাহিদ হাসান সোহান, চৌগাছাঃ যশোরের চৌগাছার বিভিন্ন আশ্রয়ণ প্রকল্পের ১০০ পরিবারে মধ্যে প্রধানমন্ত্রীর ঈদ উপহার প্রদান করা হয়েছে।
শুক্রবার (২৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্বরে আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের মাঝে ঈদ উপহার প্রদান করেন চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা।
এসময় উপজেলা মুক্তিযোদ্ধা ঐক্য পরিষদের সভাপতি আব্দুস সালাম, পাতিবিলা ইউনিয়ন পরিষদের সদস্য খাইরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আশ্রয়ণের বাসিন্দাদের প্রতি পরিবারে ১০ কেজি করে চাল এবং ৫০০ গ্রাম করে মসুর ডাল প্রদান করা হয়।

