কেশবপুর: যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি গ্রামের সন্তোষ দাশ মাধুর বড় ছেলে মাষ্টার অলকেশ দাশের সাগরদাঁড়ি বাজারের পাশে অবস্থিত পান বরজে বুধবার রাতে কে বা কারা আগুন ধরিয়ে দেয়। মূহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখায় প্রায় ৩০ শতক জমির পানসহ বরজ একেবারে পুড়ে ছাই হয়ে যায়। ঐ রাতেই এলাকাবাসীর একান্ত প্রচেষ্টায় ও ফায়ার সার্ভিসের একটি ইউনিটের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনলেও ততোক্ষণে পানের বরজ পুড়ে ছাই হয়ে যায়।
পাশের একই গ্রামের সজ্ঞয় দাশের ৩ শতক জমির ও সুদর্শন দাশের ৫ শতক জমির পানের বরজ ও পান একে বারে পুড়ে ছাই হয়ে গেছে।
তিনজন পান চাষী জানিয়েছেন, তাদের প্রায় ৫/৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

