খুলনায় ট্রলির ধাক্কায় প্রাণ গেলো কলেজ শিক্ষার্থীর

আরো পড়ুন

খুলনায় ট্রলির ধাক্কায় যুথী পাল (১৭) না‌মে এক ‌কিশোরীর মৃত্যু হয়ে‌ছে।

সোমবার (২৫ এ‌প্রিল) সকাল সা‌ড়ে ১০টার দিকে রূপসা উপজেলার আলাইপুর ব্রীজের ওপরে এ ঘটনা‌ ঘ‌টে।

নিহত কিশোরী রূপসা বঙ্গবন্ধু ক‌লে‌জের শিক্ষার্থী। সে উপ‌জেলার পিঠাভোগ ইউ‌নিয়নের বাসিন্দা বিশ্ব‌জিত পা‌লের মেয়ে।

রূপসা থানার উপপরিদর্শক (এসআই) তা‌রেক জানান, যুথী পাল রূপসা বঙ্গবন্ধু ক‌লে‌জের শিক্ষার্থী। সকালে ক‌লেজের উ‌দ্দে‌শ্যে বা‌ড়ি থে‌কে রওনা হয় সে। সকাল সাড়ে ১০টার দিকে হেটেই আলাইপুর ব্রীজ পার হ‌চ্ছিল সে। এসময় বিপরীত দিক থে‌কে আসা এক‌টি ইটবাহী ট্রলি ধাক্কা দি‌লে রাস্তার ওপরে প‌ড়ে যায় এবং জ্ঞান হা‌রি‌য়ে ফে‌লে। পরে তাকে উদ্ধার ক‌রে খুলনা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে নিলে সেখানকার কর্তব্যরত চি‌কিৎসক তাকে মৃত ঘোষণা ক‌রেন। ঘাতক ট্রলি ও চালক ইয়‌মিন শেখ‌কে আটক ক‌রে‌ছে পু‌লিশ।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ