বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি: যশোরের বাঘারপাড়ায় তৃতীয় পর্যায়ের গৃহসমুহ গৃহহীন ও ভূমিহীনদের মাঝে হস্তান্তরের পূর্বে ঘর পরিদর্র্শন করেন উপজেলা নির্বাহি অফিসার আ ন ম আবুজর গিফারি। রবিবার(২৪ এপ্রিল) দুপুরে রায়পুর ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের তিনটি ঘর পরিদর্শন করেন। বাঘারপাড়ায় ভূমিহীনদের ঈদ উপহারের ঘর পরিদর্শনে ইউএনও
প্রধানমন্ত্রীর ঈদ উপহার উপলক্ষে বাঘারপাড়ার রায়পুর ইউনিয়নে তিনটি ও বাসুয়াড়ি ইউনিয়নে দুটি ঘর প্রদান করা হবে। যে ঘরের কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। ঘর পরিদর্শন শেষে নির্বাহি অফিসার সন্তোষজনক মনোভাব প্রকাশ করেছেন। ঘর পরিদর্র্শনকালে উপস্থিত ছিলেন রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঞ্জুর রশিদ স্বপন, ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা সাইফুল ই্সলাম প্রমুখ।
এমআই

