যশোরের শার্শা উপজেলায় সদর ইউনিয়নের সূবর্ণখালী গ্রামে আয়োজিত মাঠদিবস কর্মসূচিতে কৃষকদের মাঝে নিম্নমানের নাস্তা বিতরণে ক্ষোভ প্রকাশ করেছে কৃষকরা।
সোমবার (১৮ এপ্রিল) বিকালে উপজেলার শ্রীকোণা মসজিদের সামনে আয়োজিত অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।
জানা যায়, ‘কৃষিই সমৃদ্ধ’ প্রতিপাদ্যে কৃষক পর্যায়ে উন্নতমানের ডাল তেল ও মসলা বীজ উৎপাদন সংরক্ষণ ও বিতরণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় বাস্তবায়িত এসএমই (সরিষা মসুর ও রসুন) প্রদর্শনীর মাঠ দিবস ও রিভিউ ডিসকাসন অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক হৃদয়েশ্বর দত্ত। বিশেষ অতিথি কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক দীপংকর দাস।
উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ মন্ডলের সভাপতিত্ত্বে এসময় আরো বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তরুণ কুমার বালা, একরামুল হোসেন, উপ-সহকারী কর্মকর্তা সুখেন্দু কুমার মন্ডল, অমল কৃষ্ণ পাল প্রমুখ।
অনুষ্ঠানে স্থানীয় দেড় শত কৃষক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সকল ধরনের কর্মসূচী শেষে স্থানীয় কৃষকদের মাঝে এই নিম্নমানের নাস্তা বিতরণ করা হয়েছে। যা বিতরণর পর থেকে উপস্থিত কৃষকদের মাঝে নানা সমালোচনার সৃষ্টি হয়।

