দিল্লিতে করোনার হানা, মুস্তাফিজরা কোয়ারেন্টাইনে

আরো পড়ুন

স্পোর্টস ডেস্ক: আগের আসরের আইপিএলও থমকে দিতে হয়েছিল টুর্নামেন্টের মাঝপথে। এবার তাই এক শহরেই টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নেয় বিসিসিআই। কিন্তু তাতেও ঠেকানো গেল না করোনা। করোনা আক্রান্ত হয়েছেন দিল্লি ক্যাপিটালসের এক ক্রিকেটার।

তার সংস্পর্শে আসায় এবং অন্যদের মধ্যে উপসর্গ থাকায় ওই দলে খেলা বাংলাদেশি তারকা মুস্তাফিজুর রহমানসহ বাকিদের তাই নেওয়া হয়েছে কোয়ারেন্টাইনে।

ভারতীয় সংবাদ মাধ্যম দাবি করেছে, ফিজিওর পরে দিল্লি ক্যাপিটালসের আরও এক ক্রিকেটার অ্যান্টিজেন টেস্টে করোনা আক্রান্ত হয়েছেন। দিল্লির ক্রিকেটাররা মুম্বাইয়ের দ্য তাজ মহল প্যালেস হোটেলে রাখা হয়েছে। দলটির পরবর্তী ম্যাচ পাঞ্জাব কিংসের বিপক্ষে।

তারা এই ম্যাচে একাদশ সাজাতে ব্যর্থ হলে ম্যাচটিকে স্থগিত করতে বাধ্য হবে বিসিসিআই। সেক্ষেত্রে এবারের আইপিএল চালিয়ে যাওয়ার ব্যাপারেও বড় ধাক্কা খেতে পারে তারা।

জাগো/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ