খুলনা মেডিকেলে নবজাতকের মৃত্যু, তোলপাড়

আরো পড়ুন

খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভুল চিকিৎসায় এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে।

এ ঘটনায় শনিবার বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত হাসপাতালের সামনে বিক্ষোভ করেন স্বজনরা।

নবজাতকের বাবা সাগর গাজী বলেন, গত ১১ এপ্রিল আমার স্ত্রীর প্রসব বেদনা শুরু হয়। পরদিন তাকে খুমেক হাসপাতালের লেবার ওয়ার্ডে ভর্তি করা হয়। ১৩ এপ্রিল সকাল সাড়ে ১০টার দিকে তার সিজার হয়। পরে জানানো হয় আমার একটি মেয়ে সন্তান হয়েছে। আমি সন্তান দেখতে চাইলে চিকিৎসকরা খারাপ ব্যবহার শুরু করেন। তারা বলেন, সময় হলে সন্তান পাবেন। সে পর্যবেক্ষণে আছে। তবে শনিবার সকালে কিডনির সমস্যায় আমার সন্তান মারা গেছে বলে জানান চিকিৎসকরা।

সাগর গাজী বলেন, দুপুরের দিকে মরদেহ আমাদের দেয়া হয়। তখন দেখি বাচ্চার পেট কেটে ফেলেছে। তারা আমার সন্তানকে ভুল চিকিৎসায় মেরে ফেললো। তারা আমাকে আগে বললে, প্রয়োজনে আমি সন্তানকে ঢাকায় নিয়ে যেতাম। আমার সন্তানকে ইচ্ছা করে আটকে রেখে হত্যা করা হয়েছে।

হাসপাতালের পরিচালক ডা. রবিউল হাসান বলেন, ওই নারীর বাচ্চা উল্টো অবস্থায় ছিলো। তখন পেটের ডান পাশে সামান্য কেটে যায়। এ ছাড়া বাচ্চাটি ডাউন অবস্থা ছিলো। তার হার্ট ডিজিজ ছিলো। একই সঙ্গে শারীরিক জটিলতা নিয়ে জন্ম নেয়। সেজন্য এই কয়েকদিন চিকিৎসাধীন ছিলো। শনিবার বাচ্চা মারা যাওয়ার ঘোষণা দেয়ার পর স্বজনরা আন্দোলন শুরু করেছিলো। পরে তাদের অনুরোধ করেছি একটি অভিযোগ দেয়ার জন্য। পরে তারা একটি অভিযোগ দিয়েছে। একটি তদন্ত কমিটি গঠন করা হবে। এ ঘটনায় কোনো চিকিৎসক দোষী হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানটির পরিচালকের আশ্বাসের প্রেক্ষিতে মৃত নবজাতক নিয়ে শনিবার ৪টার দিকে হাসপাতাল থেকে বের হয়ে যান তার বাবা সাগর গাজী। তাদের বাড়ি খুলনার বটিয়াঘাটা উপজেলার চকরাখালী।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ