ঝিকরগাছায় পৃথক অভিযানে মাদকসহ ১৩ আসামী গ্রেফতার

আরো পড়ুন

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের ঝিকরগাছায় থানা পুলিশ ও বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্র পুলিশের পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ মোট ১৩জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। এসময় ২০ পিস ইয়াবাসহ একজন ও ১’শ ৩৫ গ্রাম গাঁজাসহ আরেকজনকে আটক করা হয়। বাকি ১১জন বিভিন্ন মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামী ছিলেন।

পুলিশ জানায়, সোমবার (১১ এপ্রিল) রাত আনুমানিক দশটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পৌর সদরের কাউরিয়া মুন্সিপাড়ায় অভিযান চালানো হয়। এসময় কাউরিয়া গ্রামের মৃত হাবিবুল্লাহর ছেলে মাসুদুর রহমান (৩৩) কে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।

এছাড়া মঙ্গলবার দিবাগত রাতে বাঁকড়া পুলিশ তদন্তকেন্দ্রের টহল পুলিশ বিশেষ অভিযানে বাবু সরদার নামে আরেকজনকে ১’শ ৩৫ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে।

রাত দেড়টার দিকে বাঁকড়া বাজারস্থ জামেয়া আরাবিয়া আব্দুল্লাহ ইবনে মাস্উদ (রাঃ) কওমী মাদ্রাসার গেটের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার বাবু মাদারীপুর জেলার সদর উপজেলার মোস্তফাপুর গ্রামের আইজুল সরদারের ছেলে। দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

এছাড়া উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আরো ১১ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন, হাড়িয়াদেয়াড়া গ্রামের শরিফুল ইসলাম (৩০), বল্লা গ্রামের আনোয়ারা (৪০), কৃষ্ণনগর গ্রামের নাজিম, গোয়ালহাটি গ্রামের বেল্লাল হোসেন, হরিদ্রোপোতা গ্রামের ছাদ্দাম ওরফে জিল্লুর, একই গ্রামের মাহাবুর রহমান তপন, তবিবর রহমান কাকল, উজ্জলপুর গ্রামের ইমরান হোসেন মোড়ল, সোনাকুঁড় গ্রামের সবুজ হোসেন, আজমপুর বিশ্বাসপাড়া গ্রামের মিলন হোসেন এবং মল্লিকপুর গ্রামের আব্দুর রউফ (৪০)।

ঝিকরগাছা থানার ওসি সুমন ভক্ত জানান ইয়াবা ও গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত আরো ১১ আসামীকে গ্রেফতার করা হয়েছে। সকল আসামীকে বিচারিক কার্যক্রমের জন্য আদালতে পাঠানো হয়েছে।

জাগো/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ