সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে বৃদ্ধা মাকে হত্যার ঘটনায় জড়িত থাকায় ছোট ছেলে শরিফুজ্জামান শিমুল( ৩৫) এবং তার স্ত্রী রোজিনা খাতুন কে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ এপ্রিল) সকালে তাদের নিজ বাড়ি ছনকা গ্রাম থেকে গ্রেপ্তার করা হয় বলে মামলার তদন্তকারী কর্মকর্তা কালিগঞ্জ থানার উপ -পরিদর্শক মামলার তদন্তকারী কর্মকর্তা খবির হোসেন নিশ্চিত করেন।
তিনি জানান, জমিজমা ও পেনশনের টাকা ভাগাভাগি কে কেন্দ্র করে গত ৮ এপ্রিল শুক্রবার রাতে নিজ কক্ষে রক্তাক্ত অবস্থায় মা আম্বিয়া খাতুন (৭০) লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার পরে নিহতের বড় ছেলে আইরিশ জামান বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।
কালিগজ্ঞ থানার পরিদর্শক গোলাম মোস্তাফা গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।
কিশোর কুমার/এমআই

