যশোরের শার্শায় ৪’শত বছরের পুরানো পূজা

আরো পড়ুন

শার্শা (যশোর) প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার নিজামপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী হাজরাতলা নিশানকালী বাৎসরিক পূজা ও সমাবেশ অনুষ্ঠিত। প্রতি বছরের ন্যায় বাংলা সনের চৈত্র মাসের শেষ মঙ্গলবার এই পূজা অনুষ্ঠিত হয়।

সেই সূত্রে মঙ্গলবার (১২ এপ্রিল) সকাল থেকে বিকাল পর্যন্তক নানা ধরনের অনুষ্টান মধ্যে দিয়ে শুরু হয় পূজা।

জানা যায়, প্রায় ৪ ‘ শত বছরের অধিক সময় ধরে প্রতিবছর এ মণ্ডপে পূজা হচ্ছে। তবে বিশ্বজুড়ে মহামারী করোনা ভাইরাসের কারণে গত দুই বছর এই পূজা অনুষ্ঠিত হয়নি। কিন্তু এবার বেশ জমজমাট ভাবেই দিনভোর নিজামপুর ইউনিয়ন এবং উপজেলাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ভক্তবৃন্দ তাদের মানত দান ও পূণ্য লাভের আশায় এই তীর্থ স্থানে সমবেত হন এবং শুধু বাংলাদেশ থেকে নয় প্রতিবেশী দেশ ভারত থেকেও ভক্তবৃন্দ বা দর্শনার্থীরা পূজা দর্শনের জন্য আসেন।

শ্রী রনজিৎ দেবনাথের সঞ্চালনায় পূজায় সভাপতিত্ব করেন শ্রী তাপস কুমার বিশ্বাস। এসময় আরো উপস্থিত ছিলেন, ১১ নং নিজামপুর ইউনিয়নের চেয়ারম্যান সেলিম রেজা বিপুল, সাবেক চেয়ারম্যান ও বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ডিগ্রি কলেজের প্রভাষক আলিম রেজা বাপ্পি, ঝিকরগাছা উপজেলার শিমুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান মতিয়ার রহমান সরদার ,শার্শা উপজেলার হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি বাবু জয়দেব কুমার সিংহ, সাধারণ সম্পাদক শ্রী উত্তম কুমার রায়, শ্রী উজ্জল কুমার বিশ্বাস, শ্রী বৈদ্যনাথ দাস, শ্রী নকুল কুমার, লক্ষণ দাসসহ আরো অনেকে।

শ্রী রনজিৎ জানায়, বিগত ৪’শত বছরের বেশি সময় ধরে এই পূজা অনুষ্ঠিত হচ্ছে। প্রায় ১০-১২ হাজার মানুষ সমাগত হয়ে থাকে। কীর্তন, ভাগভত, আলোচনা ও সুধী সমাবেশ এবং পূজার মধ্যে দিয়ে অনুষ্ঠান শেষ করা হয়।

নিরাপত্তা ও শৃংখলার জন্য মন্দির ও পূজা কমিটির নিজস্ব কর্মীদের পাশাপাশি গ্রাম পুলিশ ও স্থানীয় গোড়াপাড়া ফাঁড়ি পুলিশও ব্যাপক ভুমিকা পালন করছে।

জাগো/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ