পিএসজির অধিনায়ক হচ্ছেন এমবাপে!

আরো পড়ুন

স্পোর্টস ডেস্ক: ফরাসি তারকা কাইলিয়ান এমবাপেকে ক্লাবে রাখার জন্য বড় অঙ্কের প্রস্তাব নিয়ে প্রস্তুত প্যারিস সেইন্ট জার্মেই। তবে এখনও চূড়ান্ত হয়নি আদৌ মৌসুম শেষে ফ্রেঞ্চ ক্লাবটিতে থাকবেন কি না এমবাপে। এরই মধ্যে যেনো এবার নতুন পরিকল্পনা নিলো পিএসজি।

এমবাপেকে ক্লাবের গুরুত্বপূর্ণ একজন হিসেবে আশ্বস্ত করার জন্য তাকে অধিনায়কত্ব দেওয়ার কথা ভাবছেন ক্লাবটির কোচ মাউরিসিও পচেত্তিনো। নিয়মিত অধিনায়ক মার্কুইনহোসের অনুপস্থিতিতে লিওনেল মেসি, নেইমার জুনিয়র, অ্যাঞ্জেল ডি মারিয়াদের অধিনায়ক হতে পারেন এমবাএ।

শনিবার বাংলাদেশ সময় দিবাগত রাত ১টা লিগ ওয়ানের ম্যাচে ক্লারমন্ত ফুটের মুখোমুখি হবে পিএসজি। এই ম্যাচে কার হাতে উঠবে অধিনায়কের আর্মব্যান্ড? এমন প্রশ্নের জবাবে এমবাপের নামটিই সরাসরি বলেছেন পচেত্তিনো। তবে দলের অন্যদের সম্ভাবনাও রেখেছেন তিনি।

পচেত্তিনো বলেছেন, ‘আমি অধিনায়ক হিসেবে কাইলিয়ান (এমবাপের) এর কথা ভাবছি। পাশাপাশি দলের অন্য খেলোয়াড়রাও আছে।’

তিনি আরও যোগ করেন, ‘আমরা এমবাপে এবং ক্লাবের জন্য সেরাটাই চাই। তার জন্য সেরা বিষয়টি হলো এখানে থেকে যাওয়া। আমি এবং ক্লাব এই কথাই ভাবছি। তবে এখনও অনেক আলোচনা বাকি আছে সিদ্ধান্ত হওয়ার আগে।’

জাগো/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ