যশোরের শার্শা উপজেলার ডিহি ইউনিয়নে ইউনিয়ন পরিষদের সদস্যকে (মেম্বর) হত্যার উদ্দেশ্যে বোমা হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ( ৭ এপ্রিল) দুপুর ৩টার উপজেলার ডিহি ইউনিয়নের তেবাড়িয়া-নৈহাটি মোড়ে ঘটনাটি ঘটে। নিক্ষেপ করা দুটি বোমার বিকট শব্দ হয় এবং এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়েন।
সরেজমিনে পরিদর্শনে জানা যায়, দীর্ঘদিন আগে বর্তমান ইউপি সদস্য মফিজুর রহমান মল্লিক ও স্থানীয় আওয়ামী লীগ নেতা ডিহি এলাকার মৃত আব্দুল জলিলেল ছেলে গ্যাস উদ্দীনের মধ্যে শালিশ কেন্দ্র করে বিভেদের সৃষ্টি হয়। এরপর থেকে স্থানীয় আওয়ামী লীগ নেতা গ্যাস উদ্দীন ইউপি সদস্য মফিজুর রহমানকে নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র করে চলছে। এবং হত্যার হুমকি দিয়ে আসছে। সেই ধারাবাহিকতায় পূর্ব পরিকল্পনা নিয়ে গ্যাস উদ্দীন এই হামলা চালায় বলে অভিযোগ করে অনেকে।
ইউপি সদস্য মফিজুর রহমান এ প্রতিনিধিকে বলেন, কয়েকদিন আগে স্থানীয় একটি শালিশকে কেন্দ্র করে গ্যাস উদ্দীনের সাথে বিভেদের সৃষ্টি হয়। তারপর থেকে সে আমাকে ( মফিজুর রহমান) নানা ধরনের হুমকি দিয়ে আসছে। দুপুরে বাসায় ফেরার পরে হত্যার উদ্দেশ্যে দুটি বোমা নিক্ষেপ করে। যদিও ভাগ্যের জেরে বেঁচে গিয়েছি।
এই বিষয়ে গ্যাস উদ্দীনের সাথে যোগাযোগ করতে চেষ্টা করলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
এলাকাবাসী সাংবাদিকদের কাছে অভিযোগ করে, বোমা হামলাকারী গ্যাস উদ্দিন এর আগেও নানা ধরনের হামলা চালিয়েছেন এবং তিনি এলাকায় চিহ্নিত সন্ত্রাসী।
স্থানীয় গোড়পাড়া পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা জহির উদ্দীনের কাছে এই বিষয়ে জানতে চাইলে তিনি বক্তব্য দিতে রাজি হয়নি। নানা অজুহাতে পরে যোগাযোগ করতে বলেন।

