সাতক্ষীরা প্রতিনিধি: জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে সাতক্ষীরায় জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬এপ্রিল) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা জেলা প্রশাসক মো.হুমায়ন কবিরের সভাপতিত্বে ও জেলা ক্রীড়া অফিসার খালিদ জাহাঙ্গীর সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি আব্দুল মোমেন খান চৌধুরী সান্টু, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান মুক্তি, নির্বাহী সদস্য তানজিম কালাম তমাল, মোঃ আব্দুল মান্নান, আ.ম আখতারুজ্জামান মুকুল, আ.লীগ নেতা কাজী আক্তার হোসেন, জেলা রেফারী এসোসিয়েশনের সাধারণ সম্পাদক তৈয়েব হাসানসহ জেলা ফুটবল এসোসিয়েশনের কর্মকর্তাবৃন্দ। সভায় ক্রীড়ার মান উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
কিশোর কুমার/এমআই

