রায়হান হোসেন, চৌগাছা (যশোর): যশোরের চৌগাছায় অভিযান চালিয়ে প্রায় ৬০ মিটার চায়না দূয়াড়ি কারেন্ট জাল জব্দ করেছেন উপজেলা মৎস্য কর্মকর্তারা।
বুধবার (৬এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় উপজেলার নারায়নপুর ইউনিয়ন এর হাজরাখানা গ্রামে অবস্থিত কপোতাক্ষ নদ থেকে এ জাল জব্দ করা হয়। যার বর্তমান বাজারমূল্য প্রায় ১৮ হাজার টাকা।
অভিযান শেষে বেলা ২টা ২০মিনিটে পরিষদ প্রাঙ্গনে জাল পরিদর্শন ও আগুনে পুড়িয়ে তা ধ্বংস করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা।
এই জালের অবৈধতার বিষয়ে জানতে চাইলে উপজেলা মৎস্য কর্মকর্তা হরিদাস কুমার দেবনাথ বলেন, বাংলাদেশ মৎস্য সংরক্ষণ আইন ১৯৫০ সাল অনুযায়ী এই জাল নিষিদ্ধ করা হয়েছে। চারু জাতীয় এই জালের ভিতর মাছ গেলে আর বাইরে বের হয়না। যার ফলে নদীর দেশীয় পোনা জাতীয় মাছ ধ্বংস হয়ে যায়।
অভিযান ও নিষিদ্ধ জাল ধ্বংসকালে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক আহমেদ, মৎস্য কর্মকর্তা হরিদাস কুমার দেবনাথ, ক্ষেত্র সহকারী মিজানুর রহমান, হারুন অর রশীদ, সৌভিক রায় প্রমুখ।
জাগো/এমআই

