বাগেরহাটের মোংলায় চিংড়ি ঘের দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় একজন নিহত ও চারজন আহত হয়েছেন।
মঙ্গলবার (৫ এপ্রিল) সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার সোনাইলতলা ইউনিয়নের বকুলতলা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষে গুরুতর আহত অবস্থায় মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোতাহার সরদার (৪২), শুকুর আলী শেখ (৫৫), রেজাউল শেখ (৪০), আলাউদ্দিন সরদার (৩২) এবং অহিদুল শেখ (৩০) নেয়া হয়।
পরবর্তীতে তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর সেখানে রাত ১০টার দিকে মোতাহার সরদারের মৃত্যু হয়। বাকিরাও সেখানে চিকিৎসাধীন রয়েছে।
পুলিশ, এলাকাবাসী ও নিহতের পরিবার জানায়, সোনাইলতলা ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের একটি চিংড়ি ঘের নিয়ে বিরোধ চলে আসছিলো স্থানীয় ইউপি মেম্বর আব্দুল্লাহ শেখ এবং একই এলাকার মোতাহার সরদারদের সাথে। সর্বশেষ মঙ্গলবার সন্ধ্যায় বিরোধপূর্ণ ওই ঘেরটি দখল নিতে এসে মোতাহার সরদারদের উপর হামলাকারীরা লাঠি, ছুরি, রড নিয়ে হামলা চালায়।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিদের ধরতে আমাদের অভিযান চলছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা আর না ঘটে সেজন্য পুলিশ মোতায়েন করা হয়েছে।

