প্রায় ১৪ বছর ধরে রাষ্ট্র ক্ষমতার বাইরে বিএনপি। এরই মধ্যে ২টি জাতীয় সংসদ নির্বাচন হয়েছে। ২০১৪ সালের নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করেনি। ২০১৮ সালের নির্বাচনে অংশ নিলেও শেষে ফল প্রত্যাখান করেছে দলটি। এই দীর্ঘ সময়ে বিএনপি রাষ্ট্র ক্ষমতা যেতে নানা ছলছাতুরির আশ্রয় নিয়েছে। শুরু থেকে বিএনপি একটি নির্দলীয় সরকারের দাবি জানিয়ে আসছে। কিন্তু দেশের আইন অনুসারে এই দাবি সম্পূর্ণ অযৌক্তিক এবং সংবিধান পরিপন্থী। এরই মধ্যে আবার এক নতুন ঘোষণা দিয়েছে বিএনপি। আর সেটা হলো নির্বাচনের পর জাতীয় সরকার। সম্প্রতি লন্ডনে অনুষ্ঠিত স্বাধীনতা দিবস উপলক্ষে এক আলোচনা সভায় এসব কথা বলেন তারেক জিয়া। বিষয়টি সর্ব মহলের নজর কেড়েছে।
বিশ্লেষকরা বলছেন, বিএনপির জাতীয় সরকারের ধারণাটি আলোচিত হলেও ধুম্রজালে আটকা পড়েছে বিএনপির অধিকাংশ নেতাকর্মী।
বিএনপি শুরু থেকে নির্দলীয় সরকারের দাবি করলেও এখন এর সাথে যুক্ত হয়েছে নির্বাচন পরবর্তী জাতীয় সরকার। বিষয়টি নিয়ে খোদ বিএনপিতেই ধুম্রজাল তৈরি করেছে।
বিএনপি বলছে, তারা একটি নির্দলীয় সরকার চায়, যার অধীনে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং বিএনপি যদি নির্বাচনে জয় লাভ করতে পারে তাহলে সবার অংশগ্রহণে একটি জাতীয় সরকার গঠন করা হবে। বিএনপির পক্ষ থেকে এটাও বলা হয়েছে, দেশে অনেক ছোট দল, যাদের অনেক যোগ্য নেতা আছেন, তারা নির্বাচনে না জিতলেও আমরা তাদের জাতীয় সরকারে নেবো। নির্বাচনে না জিতলেও জাতীয় সরকারে অন্তভুর্ক্তির বিষয়ে সমালোচনা করেছেন রাজনৈতিক বিশ্লেষকগণ।
তারা বলছে, কেউ নির্বাচনে না জিতলেও যদি সরকারে স্থান পায় তাহলে জনগণের রায়কে বৃধাঙ্গুলি দেখানোর সামিল হবে। হঠাৎ বিএনপির এধরনের ঘোষণার কারণে দলের নেতাকর্মীরা এখনো বেশ ধোয়াশার মধ্যে পড়েছে। যেখানে পুরোনো নির্দলীয় সরকারের দাবি এখনো আশার আলো দেখেনি সেখানে জাতীয় সরকার দাবিকে অযৌক্তিক মনে করছেন দলটির তৃণমূল। তাছাড়া এই জাতীয় সরকারের সম্পর্কে দল থেকে এখনো বিস্তারিত কোনো কিছু পরিষ্কার করা হয়নি। এমন পরিস্থিতে কেন্দ্রীয় নেতৃত্বের প্রকৃত মনোভাব নিয়েও সন্দিহান বিএনপির তৃণমূল।
বিএনপির আন্দোলন নিয়ে কেন্দ্রীয় নেতাদের উদাসীনতা নিয়েও প্রশ্ন উঠেছে। তৃণমূল নেতৃত্বের অভিযোগ, দলটির কেন্দ্রীয় নেতারা কখনোই দলের আন্দোলন নিয়ে আন্তরিক ছিলেন না। তারা শুরু বক্তব্য আর কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ থাকেন। তারই ফলশ্রুতিতে বিএনপির জাতীয় সরকারের ফমুর্লা। বিশ্লেষকগণ মনে করছেন, যেখানে নির্দলীয় সরকারের দাবি এখনো প্রতিষ্ঠা করতে পারেননি সেখানে জাতীয় সরকারের ধারণা বিএনপির তৃণমূলে এক ধরনের ধুম্রজাল তৈরি হয়েছে।

