খুলনার পাইকগাছায় দেবব্রত দেবনাথ (৩৮) নামে এক যুবক বিষ পান করে আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার রাড়ুলী গ্রামের মনসা দেবনাথের ছেলে।
রবিবার (৩ এপ্রিল) ভোর ৫ টার দিকে কপোতাক্ষ বিলের মধ্যবর্তী নির্জন এলাকায় গিয়ে তিনি আত্মহত্যা করেন।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের ন্যায় তিনি রাড়ুলী এলাকার কপোতাক্ষ বিলে কাজ করতে যাচ্ছিলেন। এসময় বিলের মধ্যে ফাঁকা জায়গায় তিনি দেবব্রতকে মাটিতে লুটিয়ে ছটফট করতে দেখে তাৎক্ষণিক তার বাড়িতে খবর দেন। তবে তার স্বজনরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ওই যুবকের মৃত্যু হয়।
সর্বশেষ এ ঘটনায় মৃতের ছোট বড় ভাই দেবব্রতকে মানষিক ভারসাম্যহীন উল্লেখ করে পাইকগাছা থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার পূর্বক সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।

