জেলা প্রতিনিধি, সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটুলিয়ায় আবারো গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার করেছেন এক যুবক। নিহত যুবক উপজেলার আটুলিয়া এলাকার শামসুর শেখের ছেলে আব্দুর রহমান (২২)।
রবিবার (৩ এপ্রিল) সকালে মা বাবা অভিমানে নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেন তিনি।
এর আগে শুক্রবার একই এলাকার ফেদ্দাউস সানার ছেলে সোহেল (২০) এবং মিজান মোড়লের ছেলে সজিব (১৯) আত্মহত্যা করে।
স্থানীয়রা জানায়, পারিবারিক অশান্তি এবং মাদকের ভয়বায়তা যুবকদের টেনে নিয়ে আত্মহত্যার দিকে।
আটুলিয়া ইউপি চেয়ারম্যান আবু সালেহ বাবু জানান, সাতদিনের মধ্যে ইউনিয়নে ৩ জন আত্নহত্যার ঘটনা ঘটিয়েছে। আমরা বিষয়টি তদন্ত করেছি। তবে শুনেছি অধিকাংশ যুবক পারিবারিক অশান্তি কারণে হতাশাগ্রস্থ ছিলো।
শ্যামনগর থানার ওসি কাজী ওয়াহিদ মুর্শেদ বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। আত্মহত্যাগুলো তদন্ত করা হচ্ছে।

