নিজস্ব প্রতিবেদক: কয়েক দিনের আন্দোলনের পরে কর্মবিরতি প্রত্যাহার করেছে যশোর হরিজনরা। যশোর প্রশাসন ও পৌরমেয়রে প্রতিশ্রুতিতে কাজে ফিরেছেন পরিচ্ছন্নতাকর্মীরা বলে জানান হরিজন নেতা হিরন লাল সরকার।
তিনি বলেন, গত ২৯মার্চ হরিজন কলণীর সামনে এক পরিচ্ছন্নতাকর্মীকে ছুরিকাঘাত করে সন্ত্রীরা। ঘটনায় জড়িত সন্ত্রীদের আটকের দাবিতে আন্দোলনে নামে হরিজনেরা। আন্দোলনের অংশ হিসেবে যশোর পৌরসভার সব জায়গা থেকে বর্জ্য অপসারণ করা বন্ধ রাখা হয়। বর্জ্য অপসারণ বন্ধ থাকায় শহরের বিভিন্ন সড়কের পাশে ময়লার স্তুপ তৈরি হয়। আজ (রবিবার) থেকে মাহে রমজার শুরু। রমজান মাসে মুসলিম উম্মাতদের বিড়ম্বনা লাঘবের জন্য কর্মবিরতি প্রত্যাহার করেছি। কিন্তু আন্দোলন চলবে বলে জানান তিনি।
জাগো/এমআই

