হাসপাতলে মাকে দেখতে এসে নিখোঁজ, একদিন পর লাশ মিললো গ্রান্ডফ্লোরে

আরো পড়ুন

নিজস্ব প্রতিবেদক: যশোরে মফিজুর রহমান শেখ (৬৫) নামে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের প্রায় ২৪ ঘণ্টা পর শনিবার দুপুর ১২ টার দিকে শহরের শেখ মুজিবুর রহমান সড়কের পঙ্গু হাসপাতালের লিফটের গ্রান্ড ফ্লোর থেকে উদ্ধার করা হয়েছে। তার বাড়ি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার আড়পাড়া গ্রামে।

যশোর কোতোয়ালি থানা সূত্র মতে, মফিজুর রহমানের মা আছিয়া (৯০) বেগম যশোর শহরের শেখ মুজিবুর রহমান সড়কের পঙ্গু হাসপাতালে ভর্তি রয়েছেন। ৩১ মার্চ বৃহস্পতিবার দুপুরের দিকে মফিজুর রহমান হাসপাতালের ৭ম তলায় তার বৃদ্ধ মাকে দেখে নিচে আসেন। ওই দিন বেলা ২টা গড়িয়ে গেলেও তিনি আর ফিরে আসেননি। ফিরে না আসায় নিকট আত্মীয় স্বজনসহ সম্ভাব্য সব স্থানে খোঁজ করে না পেয়ে থানায় শুক্রবার (১ এপ্রিল) সাধারণ ডায়েরি করা হয়।

যশোর কোতোয়ালি থানার ওসি তাজুল ইসলাম লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। মৃতের ভাগ্নে অপু জানান, তার মামাকে হত্যার পর রাতে লাশ ফেলে রেখে গেছেন বলে ধারণা করছি।

জাগো/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ