যবিপ্রবি প্রতিনিধি: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) দ্বিতীয় বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে কেন্দ্রীয় র্যাগ ডে। যবিপ্রবির স্নাতক ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ‘অনুধ্যায়ী-১৬’ ব্যাচের বিদায় উপলক্ষে সাধারন শিক্ষার্থীদের সমন্বয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের সাবেক-বর্তমান শিক্ষার্থী এবং অতিথিরা রেজিস্ট্রেশন করে এ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন। বর্তমান শিক্ষার্থীরা নিজ নিজ ক্লাস প্রতিনিধিদের মাধ্যমে এবং বিদায়ী ব্যাচ, সাবেক শিক্ষার্থী ও অতিথিদের জন্য রয়েছে অনলাইন রেজিস্ট্রেশন ব্যবস্থা।
আগামীকাল বুধবার (৩০ মার্চ) দুই দিনব্যাপী অনুষ্ঠানের প্রথম দিন বিকাল ৪:০০ টায় অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হবে। বিকাল ৫:০০ টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে। সন্ধ্যা ৬:৩০ টায় ব্যান্ড ‘সাদাকালো’, ব্যান্ড ‘ওডিসাস’, ব্যান্ড ‘সমন্বয়’ এর অংশগ্রহণে শুরু হবে জমকালো কনসার্ট। পরের দিন ৩১ মার্চ সকাল ৯:০০- বর্ণাঢ্য শোভাযাত্রা, সকাল ১০:০০- আলোচনা সভা, বেলা ১১:৩০- ফ্লাশ মব, বেলা ১২:০০- কালার ফেস্ট, বিকাল ৪:৩০ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সন্ধ্যা ৬:৩০ টায় ব্যান্ড ‘সহজিয়া’, ব্যান্ড ‘নেমেসিস’ এর অংশগ্রহণে শুরু হবে জমকালো কনসার্ট।
রুহুল আমিন/এমআই

