শ্বশুরবাড়িতে জামাইয়ের আত্মহত্যা

আরো পড়ুন

চট্টগ্রামের সাতকানিয়ায় শ্বশুর বাড়ির ফ্যানের সাথে ঝুলে মানসিক ভারসাম্যহীন এক জামাই আত্মহত্যা করেছেন।

সোমবার (২৮ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার এওচিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম গাটিয়াডাঙ্গার আমিনুর রহমানের ঘরে এ ঘটনা ঘটে।

আত্মহননকারী যুবকের নাম মোহাম্মদ ইউনুস (২৮)। তিনি সাতকানিয়া পৌরসভার ২নম্বর ওয়ার্ডের ছড়ারকুল এলাকার জামাল হোসেনের ছেলে।

স্থানীয় চেয়ারম্যান ও এলাকাবাসীসূত্রে জানা যায়, এওচিয়া ইউনিয়নের গাটিয়াডাঙ্গার আমিনুর রহমানের মেয়ের জামাই মোহাম্মদ ইউনুস দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় জীবন যাপন করে আসছিলেন। গত ৩ দিন আগে তিনি নিজ বাড়ি থেকে স্ত্রীসহ শ্বশুর বাড়িতে আসেন। সোমবার সকালে ঘরে রশি দিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে জামাই ইউনুস আত্মহত্যা করেন।

এওচিয়া ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম মানিক জানান, মৃত ইউনুস দীর্ঘদিন যাবৎ মানসিক ভারসাম্যহীন ছিলেন।

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেক মোহাম্মদ আবদুল হান্নান বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য প্রেরন করা হয়েছে। ময়না তদন্তের পর আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ