‘শেখ রাসেল সেনানিবাস’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে গণভবন থেকে শরীয়তপুরের জাজিরায় ভার্চুয়ালি যুক্ত হয়ে সেনানিবাস উদ্বোধন করেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, কারো সঙ্গে যুদ্ধ নয়, তবে বহিঃশত্রু আক্রমণ করলে আমরা যেন প্রতিহত করতে পারি। সেভাবেই গড়ে তোলা হয়েছে সশস্ত্র বাহিনীকে।
প্রধানমন্ত্রী আরো বলেন, পদ্মা সেতুতে যান চলাচল শুরু হলে দক্ষিণাঞ্চলের দীর্ঘদিনের যোগাযোগ সমস্যা দূর হবে। উন্নয়ন হবে এসব এলাকার মানুষের। তাদের জীবনযাত্রায় পরিবর্তন আসবে।
উল্লেখ্য, মাওয়া ও জাজিরা দুই প্রান্ত মিলিয়ে ৯ পদাতিক ডিভিশনের অধীনে ৯৯ কম্পোজিট ব্রিগেড হিসেবে গড়ে তোলা হয়েছে এই সেনানিবাস। পদ্মার তীরের ২৩৫ একর জমির ওপর ১৩২০ কোটি টাকা ব্যয়ে সেনানিবাসে তিনটি প্রধান ইউনিট রয়েছে।

