বাবা-মায়ের পর চলে গেলো ছেলেটিও

আরো পড়ুন

রাজধানীর বাড্ডা নতুন বাজার বেরাইদ এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় বাবা-মায়ের পর ছেলে সাফিয়ান (০৮) ও মারা গেছে।

মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় শেখ হাসিনা বার্ন ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যায় সে। এ নিয়ে সিলিন্ডার বিস্ফোরণে তিনজনের মৃত্যু হলো। বিস্ফোরণে দগ্ধ পরিবারটিতে শুধুমাত্র ১০ বছরের মেয়ে সাফা আক্তার (১০) বেঁচে আছে। সেও শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছে। তার শরীর ১১ শতাংশ দগ্ধ হয়েছে।

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন জানান, সাফিয়ান (০৮) নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে আটটার দিকে মারা যায়। নিহতের শরীর ২৫ শতাংশ দগ্ধ ছিল। এর আগে শিশুটির মা ও বাবা মারা যান।

শেখ হাসিনা বার্নে সাফা নামের আরেক শিশু ভর্তি রয়েছে। তার শরীর ১১ শতাংশ দগ্ধ হয়েছে।

উল্লেখ্য, গত ২২শে মার্চ রাত আড়াইটার দিকে এই ঘটনাটি ঘটে। দগ্ধ অবস্থায় তাদের সবাইকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। এরপর একে একে মারা যান দগ্ধ বাবা সাহিদ হাসান ও মা মোছা. রেখা আক্তার (৩০)।

দগ্ধ সাহিদ এর ভাতিজা রাজিব জানান, বাড্ডা নতুন বাজার বেরাইদ এলাকার নিজ দোতলা বাসায় রাত আড়াইটার দিকে হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে তারা দগ্ধ হন। আমার চাচা ওই এলাকায় মাংস ব্যবসায়ী ছিলেন।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ