স্বামীর মোটরসাইকেলের চাকায় ওড়না পেঁচিয়ে স্ত্রীর মৃত্যু

আরো পড়ুন

ডেস্ক রিপোর্ট: স্বামীর মোটরসাইকেলের চাকায় ওড়না পেঁচিয়ে সড়কে ছিটকে পড়ে জাসি আক্তার (২১) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। রবিবার (২৭ মার্চ) দুপুরে ঢাকা-মাওয়া মহাসড়কের সিরাজদিখান উপজেলার নিমতলা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাসি আক্তার শ্রীনগর উপজেলার হাতপাড়া গ্রামের মোহাম্মদ হাসান আল গালিবের স্ত্রী।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে গালিব তার স্ত্রী জাসিকে নিয়ে নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে ঢাকা যাচ্ছিলেন। সিরাজদিখানের নিমতলা নামক এলাকায় চলন্ত অবস্থায় স্ত্রীর গায়ের ওড়না মোটরসাইকেলের পেছনের চাকায় আটকে যায়। এতে স্ত্রী জাসি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

হাঁসাড়া হাইওয়ে পুলিশের সার্জেন্ট বাহাররুল সোহাগ বলেন, খবর পেয়ে মোটরসাইকেলটি হাঁসাড়া হাইওয়ে থানা হেফাজতে রাখা হয়েছে। আমরা বিস্তারিত ঘটনা জানার চেষ্টা করছি।

জাগো/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ