পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি গুলিবিদ্ধ

আরো পড়ুন

ডেস্ক রিপোর্ট: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় বিএসএফের ছোড়া গুলিতে নুরুল হুদা আশরাফী সবুজ (৩৫) নামের এক বাংলাদেশি যুবক গুলিবিদ্ধ হয়েছেন।

শনিবার (২৬ মার্চ) ভোর ৫টায় পাটগ্রাম উপজেলার নাজিরগুমানি সীমান্তে এ ঘটনা ঘটে। দুপুরে রংপুর ৬১ বিজিবি লেফটেন্যান্ট কর্নেল শাহারিয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

গুলিবিদ্ধ সবুজ উপজেলার জোংড়া ইউনিয়নের মমিনপুর ২ নম্বর ওয়ার্ডের সৈয়দ আলী ছেলে।

এলাকাবাসী ও বিজিবি সূত্রে জানা গেছে, পাটগ্রাম উপজেলার নাজিরগুমানি সীমান্তের মেইন পিলার ৮৬৮ এর সাব পিলার-৫ থেকে ১০০ গজ ভারতের ভেতরে কোকার বাড়ি এলাকায় ১০ থেকে ১২ জনের একটি দল গরু আনতে যায়। এসময় ১৬৯ বিএসএফ ব্যাটালিয়ন চেনাকাটা ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে নুরুল হুদা আশরাফী কোমরে গুলিবিদ্ধ হন।

পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে বাংলাদেশের ভেতরে পালিয়ে আসেন। বর্তমানে রংপুর ধাপ এলাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ওই যুবক।

জোংড়া ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের মেম্বার আজিজুল হক মানিক বলেন, ‘শুনেছি কোমরের নিচে গুলি লেগে ওই যুবক ভুট্টাক্ষেতে পড়েছিল। তার সঙ্গীরা তাকে পাটগ্রাম হাসপাতাল ও পরে রংপুরে নিয়ে যায়। তাকে রক্ত দেওয়া হয়েছে। এখন একটু সুস্থ আছে।’

জগতবের ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সোহেল বলেন, গুলিবিদ্ধ যুবকের বাড়ি পরের ইউনিয়নে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রংপুর ৬১ বিজিবির লেফটেন্যান্ট কর্নেল শাহারিয়ার বলেন, ‘এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে চিঠি দেওয়া হয়েছে।’

এরআগে গত ১৬ মার্চ বিএসএফের গুলিতে পূর্ব জগতবের ইউনিয়নের রেজাউল ইসলাম (৩৪) নামের এক যুবক নিহত হন।

জাগো/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ