ভোটাধিকার হারালেন শাকিব খান

আরো পড়ুন

ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। অভিনেতার পাশাপাশি তিনি একজন প্রযোজকও। তাই শিল্পী সমিতির পাশাপাশি তিনি প্রযোজক সমিতির সদস্য ও ভোটার।

প্রযোজক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে ২১ মে। সংগঠনটি বাণিজ্যিক হওয়ায় বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয় প্রযোজক সমিতি।

ভোটের জন্য মন্ত্রণালয় থেকে ভোটারদের তথ্য হালনাগাদ করতে গিয়ে ট্যাক্সের কিছু নথির স্বল্পতা পান মন্ত্রণালয় কর্তৃপক্ষ। আর সে কারণে শাকিব খানের নাম ওঠেনি প্রযোজক সমিতির নির্বাচনের ভোটার তালিকায়।

এসব তথ্য নিশ্চিত করেছেন প্রযোজক সমিতির সাবেক প্রেসিডেন্ট ও প্রযোজক নেতা খোরশেদ আলম খসরু।

তিনি বলেন, শাকিব খান ভোটাধিকার হারিয়েছেন। ২৩ তারিখে মন্ত্রণালয়ে তথ্য যাচাই করতে গিয়ে তারা কিছু কাগজের কমতি পেয়েছে।

তবে আপিলের সুযোগ থাকছে শাকিব খানের। ৩১ মার্চ পর্যন্ত আপিল করতে পারবেন তিনি, অর্থাৎ প্রয়োজনীয় কাগজগুলো জমা দিলেই কেটে যাবে এ সমস্যা।

শাকিব খান এখন রয়েছেন আমেরিকায়। তাই তার পক্ষে কেউ প্রয়োজনীয় সে কাগজগুলো জমা দিলেই ভোট দেয়ার সুযোগ পাবেন বলে জানান খসরু।

তিনি এও বলেন, যদি শাকিব খান কাগজ জমা না দেন এবং ভোটাধিকার হারান, তারপরও তার সদস্যপদ থাকবে সমিতিতে।

প্রযোজক সমিতির নির্বাচনের ভোটার লিস্টে শাকিব খানের নাম না থাকার বিষয়টি নিশ্চিত করেছেন শাকিব খানের বন্ধু ও চলচ্চিত্র প্রযোজক-পরিচালক ইকবাল।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ