বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি: যশোরের বাঘারপাড়ার চিত্রা নদীতে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত চিত্রা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রায় ৫’শ মিটার চায়না কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
একই সাথে নদীতে অবৈধভাবে দেয়া পাটা উচ্ছেদ করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার আ.ন. ম আবুজর গিফারি। এ সময় উপস্থি ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা পলাশ বালাসহ পুলিশ ও আনসার সদস্যরা।
ভ্রাম্যমাণ আদালতে উপস্থিতকালে মৎস্য কর্মকর্তা পলাশ বালা বলেন, গোপণে চিত্রা নদী থেকে অবৈধভাবে লোহার ফ্রেম দিয়ে চায়না কারেন্ট জাল দিয়ে ফাঁদ বানিয়ে বিশেষ কায়দায় পোনা ও ডিমওয়ালা মাছ নিধন হচ্ছিলো। এমন খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের পরিচালক উপজেলা নির্বাহী অফিসার আ.ন. ম আবুজর গিফারি জানিয়েছেন, চিত্রা নদীতে অবৈধভাবে চায়না জালের ফাঁদ বানিয়ে মাছ ধরা হচ্ছিলো এমন খবর পেয়ে অভিযান চালানো হয়। এসময় নদী থেকে ৫’শ মিটার চায়না কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়। পুড়িয়ে ফেলা জালের বাজারমূল্য আনুমানিক প্রায় এক লাখ টাকা।

