ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি: কুষ্টিয়ায় বালি কিনতে গিয়ে রোড সড়ক দুর্ঘটনায় লাশ হয়ে বাড়ি ফিরলেন যশোরের ঝিকরগাছার সামিউর রহমান (২৫)।
সোমবার ভোররাতে কুষ্টিয়ায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা যায় তিনি।
নিহত সামিউর পৌর সদরের কীর্তিপুর গ্রামের শাহজান আলীর ছেলে। বেনাপোল আমড়াখালি তার লেদের কারখানা ছিলেন।
পরিবার সূত্রে জানা যায়, বাড়ি নির্মানের জন্য কুষ্টিয়ায় বালি কিনতে যাচ্ছিলেন সামিউর। এজন্য ভাড়া ট্রাকে চড়ে তিনি নিজেই যাচ্ছিল। পথিমধ্যে কুষ্টিয়ায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগলে সামিউর সেখানেই মারা যান।
পরে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এদিকে শুক্রবার ঝিকরগাছায় গ্রামের বাড়িতে সামিউরের লাশ আসলে গ্রামজুড়ে শোকের ছায়া নেমে আসে। পিতামাতার আর্তনাদে বাতাস ভারি হয়ে ওঠে। বিকালে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

