রায়হান হোসেন, চৌগাছা (যশোর): যশোরের চৌগাছায় বাংলাদেশ উন্নয়নশীল দেশে উত্তরণ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও উন্নয়ন মেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (২৪ মার্চ) দুপুর ১২ টায় উপজেলা পরিষদ মিলনায়নে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান দেবাশীষ মিশ্র জয়, চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সবুজ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মেহেদী হাসান,মৎস্য কর্মকর্তা হরিদাস বিশ্বাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম রফিকুজ্জামান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক আহমেদ, স্বাস্থ্যকমপ্লেক্স প্রতিনিধি ডা. তৌহিদুজ্জামান,সিংহঝুলী ইউপি চেয়ারম্যান হামিদ মল্লিক প্রমুখ।

