চৌগাছায় পিতা-মাতাকে নির্যাতন, ছেলের নামে থানায় অভিযোগ

আরো পড়ুন

চৌগাছা (যশোর) প্রতিনিধি: জমি-জমার বিষয়কে কেন্দ্র করে যশোরের চৌগাছায় ছেলের বিরুদ্ধে পিতা-মাতা ও বোনের ওপর নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় (২২ মার্চ) মঙ্গলবার আসাদুল ইসলাম (৪৫) এর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভূক্তভোগিদের জামাতা কাজল হোসেন (৪৫)।

ভূক্তভোগীরা হলেন উপজেলার ফুলসারা ইউনিয়নের আলী বক্স মন্ডল ও তার স্ত্রী রাহিমা বেগম।

লিখিত অভিযোগে বাদী কাজল হোসেন বলেন, “অভিযুক্ত আসাদুল ইসলাম সম্পর্কে আমার স্ত্রীর ভাই ও উচ্চশৃঙ্খল প্রকৃতির লোক। জমিজমা ভাগবন্টনের বিষয় নিয়ে দীর্ঘদিন যাবৎ তার সাথে আমাদের বিরোধ চলছে। অত্র থানাধীন ফুলসারা মৌজায় আমার শশুরের আনুমানিক ৫ বিঘা জমি আছে। এই জমি আসাদুল ইসলাম জোর করে রেজিষ্ট্রি ও দখল নেওয়ার জন্য আমার শশুড়-শাশুড়ী ও স্ত্রীকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছে। মঙ্গলবার (২২ মার্চ) আনুমানিক রাত ৯ টার সময় আমার শশুর আলী বক্স মন্ডলের বাড়িতে জমি জোরপূর্বক রেজিষ্ট্রির বিষয়কে কেন্দ্র করে আমার শশুড়-শাশুড়ী ও স্ত্রী শরিফা বেগম (৩৫) এর সাথে কথা কাটাকাটির একপর্যায়ে আসাদুল আমার শশুড়কে ধাক্কা মেরে মাটিতে ফেলে দিলে আমার স্ত্রী ঠেকাতে যায়। ঠিক তখনই আসাদুল-এর হাতে থাকা লোহার রড দিয়ে আমার স্ত্রীকে আঘাত করে মাথা ও পায়ে গুরুতর জখম করে এবং আমাকে বিভিন্ন ধরনের হুমকি দিতে থাকে আসাদুল। এ ঘটনার সাক্ষী আছেন একই এলাকার বাসিন্দা শাহাবুদ্দিন হোসেন (৩৪) পিতা সামসুর রহমান ও হাবিবুর রহমান (৩৮) পিতা মৃত আলমগীর হোসেনসহ অনেকেই।”

অভিযুক্ত আসাদুল ইসলামের কাছে ঘটনার সত্যতা জানতে চাইলে তিনি বলেন,নির্যাতনের বিষটা সম্পূর্ণ বানোয়াট। পারিবারিকভাবে আমদের জমিজমা নিয়ে একটু ঝামেলা ছিল। তাই বলে তাদের গায়ে আমি হাত দিতে পারিনা, তারা আমার গুরুজন।

চৌগাছা থানার দায়িক্তরত কর্মকর্তা সহকারী উপ-পরিদর্শক এএসআই কামাল হোসেন লিখিত অভিযোগের সত্যতা নিশ্চিত করেন।

জাগো/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ