যশোরে স্কুলেই প্রাণ হারালেন প্রধান শিক্ষক, শোকের ছায়া

আরো পড়ুন

যশোরের মণিরামপুরে নিজের গ্রামের স্কুলেই প্রাণ হারালেন আড়সিঙ্গাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামছুর রহমানের (৫০)।

সোমবার দুপুর দেড়টার দিকে শ্রেণিকক্ষে পাঠদান শেষে তিনি বাথরুমে প্রবেশ করার কিছুক্ষণ পর হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা শিক্ষা অফিসার সোহেলী ফেরদৌস।

সবার প্রিয় প্রধান শিক্ষক শামছুর রহমানের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শামছুর রহমান উপজেলার কুলটিয়া ইউনিয়নের আড়সিঙ্গাড়ী গ্রামের মৃত দুলান গাজীর ছেলে।

শামছুর রহমানের চাচাশ্বশুর আবদুল হাই জানান, দুই ছেলে-মেয়ের জনক প্রধান শিক্ষক শামছুর রহমান সোমবার দুপুর দেড়টার দিকে স্কুলে ক্লাস নিয়ে বাথরুমে যান। এর কিছুক্ষণ পর হার্ট অ্যাটাকে তিনি অচেতন হয়ে পড়েন। এ সময় তাকে বাথরুম থেকে উদ্ধারের পর হাসপাতালে নেয়ার সময় তার মৃত্যু হয়।

খবর পেয়ে উপজেলা সহকারী শিক্ষা অফিসার শামিম হাসান ঘটনাস্থল পরিদর্শন শেষে প্রধান শিক্ষকের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ