ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন করেছে ঝিকরগাছা উপজেলা স্বেচ্ছাসেবক লীগ।
বৃহস্পতিবার সকালে সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধু ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি, দলীয় কার্যালয়ে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এদিন শোভাযাত্রা সহকারে যশোর-বেনাপোল মহাসড়ক প্রদক্ষিণ করে স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।
সংগঠনের আহবায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও সদস্য ওমর শরীফ সাকীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন পৌরসভার নবনির্বাচিত কাউন্সিলর সাজ্জাতুল জামান রনি, উপজেলা যুবলীগের সদস্য জুলফিকার আলী ভুট্টো, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফারুক হোসেন, সাধারণ সম্পাদক মুনিরুল আলম মিশর, উপজেলা সদস্য শাহাদত হোসেন, প্রিন্স আহমেদ, মিন্টু মিয়া, মিজানুর রহমান, ইবাদ আলী প্রমুখ।
আরো উপস্থিত ছিলেন পৌর স্বেচ্ছাসেবক লীগ নেতা প্রশান্ত কুমার কাটু, রাজু আহমেদ, সোহেল হাওলাদার, সবুজ আহমেদ, রকি, শিমুল, গদখালী ইউনিয়নের সাধারণ সম্পাদক রনি আহমেদ, সাবেক মেম্বার তাজউদ্দিন তাজ, ফয়েজ আহমেদ, মিন্টু, মানিক, আবুল কালাম, মাস্টার আবুল, আবুল হোসেন, আরিফ হোসাইন, সদর ইউনিয়নের সভাপতি মহাসিন রেজা, আলমগীর হোসেন, নাভারণের সবুজ সরদার, রিজু আহমেদ, রিপন হোসেন, সাহাবুদ্দিন আহমদ, মাগুরার মেহেদী হাসান, শংকরপুরের শিব্বির আহমেদ শাহিন, আশানুর রহমান, বাঁকড়ার আরেফিন সবুজ, নির্বাসখোলার মাহবুর রহমান, খোকন প্রমুখ।

