কেশবপুরে তিন সাংস্কৃতিক কর্মী পেলেন সম্মাননা

আরো পড়ুন

কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ মার্চ) বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদ কেশবপুরের উদ্যোগে প্রেসক্লাবের হলরুমে এ উপলক্ষে শিশু সমাবেশ, গুণীজন সম্মাননা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদের সভাপতি শেখ শাহীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রদীপ বসু পল্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা।

বক্তব্য দেন, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, উপজেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহসভাপতি ইন্দ্রজিৎ হালদার ও সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মশিউর রহমান।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদের পক্ষ থেকে অনুষ্ঠানে ৩ জন দক্ষ সংগঠককে সম্মাননা দেয়া হয়। সাংস্কৃতিক সংগঠক হিসাবে উপজেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মশিউর রহমান, তবলা প্রশিক্ষক হিসেবে বিশেষ অবদান রাখায় মধুসূদন সঙ্গীতালয়ের পরিচালক অলোক বসু বাপী ও শিশু সংগঠক হিসেবে অবদান রাখায় কেশবপুর চারুপীঠ আর্ট স্কুলের পরিচালক উৎপল দে সম্মাননা স্মারক পান।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ