শিবির নেতা মিনিষ্টার হাসান পুলিশের হাতে আটক

আরো পড়ুন

জেলা প্রতিনিধি, সাতক্ষীরা: দুর্ধর্ষ শিবির নেতা ও ডজনখানেক নাশকতা মামলার আসামি হাসানুর রহমান ওরফে মিনিষ্টার হাসানকে আটক করেছে পাবনা পুলিশের একটি চৌকস দল ।

বুধবার রাতে তাকে পাবনা শহরের আল-জিহাদ হোটেল থেকে আটক করা হয় বলে পাবনা পুলিশের একটি দ্বায়িক্তশীল সূত্রে জানা গেছে।

সূত্রটি জানায়, জেলায় বহিরাগতদের আগমন ও আইনশৃঙ্খলা রক্ষায় পাবনার বিভিন্ন হোটেলে অভিযান চালায় পাবনা জেলা পুলিশ। অভিযান চলাকালে জামায়াত সংশ্লিষ্ট সন্দেহে তাকে আটক করা হয়।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, হাসানুর রহমান নামে একজনকে জামায়তের সংক্লিষ্ট থাকার সন্দেহে আটক করা হয়েছে। জিজ্ঞাসবাদে সে আনন্দটিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি ও মিনিষ্টার গ্রুপের রিজিওনাল ম্যানেজার হিসাবে কর্মরত বলে জানিয়েছে। বর্তমানে তার পিসি পি আর যাচাই করা হচ্ছে। বিস্তারিত প্রেসব্রিফিং এর মাধ্যমে জানানো হবে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ