জেলা প্রতিনিধি, খুলনা: আগামী ১৮ মার্চ দিবাগত রাতে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে নির্বিঘ্নে পবিত্র শবে বরাত উদযাপনের লক্ষ্যে খুলনায় পটকা, আতশবাজি, চকলেট বোমা বা অনুরূপ দ্রব্যাদি ফুঁটিয়ে আতংক সৃষ্টি করা এবং অনুরূপ দ্রব্যাদি বিক্রয়, মজুদ ও বহন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
বুধবার সন্ধ্যায় কেএমপির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
নিম্নোক্ত আইনে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে:
(১) কেএমপি অর্ডিন্যান্স-১৯৮৫ এর ২৯(২) ধারা এবং বিস্ফোরক দ্রব্য আইন-১৮৮৪ অনুসারে দন্ডনীয় অপরাধ।
(২) ফৌজদারী কার্যবিধি-১৮৯৮ এবং দন্ডবিধি ১৮৬০ অনুযায়ী গণ-উপদ্রব এবং দন্ডনীয় অপরাধ হিসেবে বিবেচিত।
(৩) ধর্মীয় কার্যকলাপে বাঁধা প্রদানের সামিল।
(৪) সর্বোপরি জনমনে আতংক সৃষ্টি করে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে সহায়তার পর্যায়ভূক্ত।
খুলনা মেট্রোপলিটন এলাকায় শান্তি-শৃঙ্খলা ও জননিরাপত্তা বজায় রাখার জন্য সকলের সার্বিক সহযোগিতা কামনা করা হয়।

