সুন্দরবনে সেনাবাহিনীর অভিযান: বিপুল পরিমাণ চোরাই পাতা বিড়ি ও ক্যান্সারের ওষুধ উদ্ধার

আরো পড়ুন

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের একটি খালে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ ভারতীয় পাতা বিড়ি ও ক্যান্সারের ওষুধ জব্দ করেছে সেনাবাহিনী। শুক্রবার (৮ আগস্ট) ভোরে গোয়েন্দা সংস্থার সহায়তায় পরিচালিত এ অভিযানে চোরাচালান চক্রের চার সদস্যকে আটক করা হয়।

আটককৃতরা হলেন—কৈখালীর আজিজুল হক (৩৮), বৈশখালীর আব্দুস সোবহান মোল্ল্যা (৪০), ভেটখালীর দেলোয়ার হোসেন বাবু (৪০) এবং কৈখালীর আশরাফ আলী (২৮)।

এর আগে ৭ আগস্ট সেনাবাহিনী সুন্দরবন থেকে চিহ্নিত বনদস্যু জামির আলী (৫৫), আলমগীর হোসেন বাবু এবং আরও এক সহযোগীকে একনলা বন্দুক ও ১৪ রাউন্ড গুলিসহ আটক করে। জিজ্ঞাসাবাদে তারা আজিজুল গ্রুপসহ চোরাচালান চক্রের অন্যান্য সদস্যদের নাম ফাঁস করে, যার ভিত্তিতে পরদিন বড় এই অভিযান পরিচালিত হয়।

উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে প্রায় ৫০ লক্ষাধিক টাকা মূল্যের ১৫ বস্তা চোরাই মাল, যার মধ্যে রয়েছে ১২ লাখ ৮০০ পিস ভারতীয় পাতা বিড়ি, Methoxsalen 10 mg, Valganciclovir p 450 mg, Defrijet 500 mg সহ মোট ২৬ হাজার ২৩০ পিস ক্যান্সারের ওষুধ এবং অন্যান্য ৯৮২ পিস ওষুধ।

সেনাবাহিনী জানায়, আটক আসামি ও জব্দ মালামাল কালিগঞ্জ ক্যাম্পে আনার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে শ্যামনগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিরা সুন্দরবন এলাকার কুখ্যাত চোরাচালান চক্রের সদস্য, যারা দীর্ঘদিন ধরে চোরাচালান ও মানবপাচারের সঙ্গে জড়িত।

আরো পড়ুন

সর্বশেষ