নিজস্ব প্রতিবেদক: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বৃহস্পতিবার (১৭মার্চ) যশোরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সরকারি এমএম কলেজে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ প্রফেসর মর্জিনা আক্তার। বিশেষ অতিথি ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর নাসিম রেজা। অনুষ্ঠানের আহবায়ক প্রফেসর তাজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রফেসর জিল্লুল বারী, সহকারী সুনির্মল মজুমদার, ইকরামুল কবীর, এমএম কলেজ ছাত্র লীগের প্রচার সম্পাদক নুরুল ইসলাম, ক্রীড়া সম্পাদক উজ্জল হোসেন প্রমুখ। পরিচালনা করেন প্রভাষক মেহেদী হাসান।
সরকারি মহিলা কলেজে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ড.মিয়া আব্দুর রশিদ। বিশেষ অতিথি ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক মাহবুবুল হক খান। অনুষ্ঠানের আহবায়ক আহসান হাবীবের সহকারী অধ্যাপক মিজানুর রহমান, সেলিনা খাতুন প্রমুখ।
যশোর জিলা স্কুলে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান হয়েছে। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা মোহাম্মদ মনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার একেএম গোলাম আযম। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শোয়াইব হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র দেবনাথ, সেলিমা খাতুন, সিনিয়র শিক্ষক জামাল উদ্দিন প্রমুখ।
ডা: আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের আলোচনা সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ জেএম ইকবাল সাহেব। বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মঞ্জুরুল ইসলাম, সহকারী অধ্যাপক শাহনাজ মিতা, প্রভাষক জসিম উদ্দিন, আলফাজ উদ্দীন প্রমুখ।
কালেক্টরেট স্কুলের আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা মোহাম্মদ মনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার একেএম গোলাম আযম। অধ্যক্ষ মোদাচ্ছের হোসেনের সভাপতিত্বে শিক্ষকরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বৃক্ষ রোপন ও দেয়ালিকার উদ্বোধন করা হয়।
উপশহর মহিলা কলেজে কেক কাটার মধ্যদিয়ে অনুষ্ঠান উদযাপন করা হয়। উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ নজরুল ইসলাম, সহকারী অধ্যাপক আসাদুজ্জামান, গওছুল আযম,মোয়াজ্জেম হোসেন লিটল, রেহেনা পারভিন সহ শিক্ষক। নিউটাউন বালিকা বিদ্যালয়ে দোয়া ও কেক কাটা অনুষ্ঠান হয়েছে। এতে শিক্ষকরা উপস্থিতছিলেন। এদিন সকল শিক্ষা প্রতিষ্ঠানে নানা আয়োজনে দিবসটি উদযাপন করা হয়েছে।
জাগো/এমআই

