নিজস্ব প্রতিবেদক, যশোর : যশোর কালেক্টরেট মসজিদ কমপ্লেক্স ছিট কাপড় ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির নির্বাচনে সিরাজ-আতাহার পরিষদ সবগুলো পদে পাশ করেছে। বুধবার কালেক্টরেট মসজিদ কমপ্লেক্স ছিট কাপড় ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির অফিস রুমে সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। নির্বাচনে ১৩৩ ভোটারের মধ্যে ১৩১জন ভোটারধিকার প্রয়োগ করেন। ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মাহবুবুর রহমান মঞ্জুর।
ভোটের ফলাফলে জনাযায়, সিরাজ-আতাহার পরিষদের সভাপতি পদে সিরাজুল ইসলাম (৭৭), ও সাধরাণ সম্পাদক পদে আতাহারুল ইসলাম (৮৭) ভোটে বিজয়ী হয়েছেন। এছাড়াও সহ-সভাপতি পদে আল আমিনুল মীম (৭৭), সহ-সাধারণ সম্পাদক আমিরুল মোল্যা (৭১), সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম (৬৩), কোষাধ্যক্ষ হাফিজুর রহমান বাবু (৭৭), দপ্তর সম্পাদক মাজেদুল ইসলাম (৭৩), সমাজ কল্যাণ সম্পাদক মনির হোসেন শান্ত (৭১) ও প্রচার সম্পাদক আসাদুজ্জামন (৭১) ভোটে নিরঙ্কুশ বিজয়ী হয়েছেন।
তাদের কাছে পরাজিত হয়েছেন দেলোয়ার-তুজাম্মেল পরিষদের সভাপতি পদে দেলোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক পদে তুজ্জামলে হোসেন তুজাম। এছাড়াও সহ-সভাপতি পদে জালাল উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক ইউনুছ আলী, কোষাধ্যক্ষ মনিরুল ইসলাম মনি, দপ্তর সম্পাদক পদে মনিরুজ্জামান, প্রচার সম্পাদক মোহাম্মাদ আলী ও সমাজকল্যাণ সম্পাদক এনামুল কবির প্রার্থীরা পরাজিত হয়েছেন।

