খুলনায় ‘কৃষক হত্যা দিবস’ উপলক্ষে কৃষক লীগের আলোচনা সভা অনুষ্ঠিত

আরো পড়ুন

খুলনা প্রতিনিধি: ১৯৯৫ সালের ১৫ ই মার্চ তৎকালীন বি এন পি সরকারের আমলে সার ও বীজ এর দাবীতে আন্দলনরত কৃষকদের উপর গুলি চালায় পুলিশ এতে ১৮ জন কৃষক জনতা নিহত হয়। সেই থেকে দিনটি কৃষক হত্যা দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

কৃষক হত্যার প্রতিবাদে খুলনা মহানগর কৃষক লীগের উদ্যেগে মঙ্গলবার (১৫মার্চ) আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক জনাব এম ডি এ বাবুল রানা। প্রধান অতিথির বক্তব্য তিনি বি এন পি-জামাত সরকারের আমলে সার বীজ নিয়ে নৈরাজ্য ও কৃষকদের উপর নির্যাতনের ইতিহাস তুলে ধরেন। তিনি আরও বলেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাত ধরে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের কৃষি ও কৃষক। কৃষি ক্ষেত্রে প্রধানমন্ত্রীর অবদানের কথা তুলে ধরেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খুলনা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক জনাব অধ্যাক্ষ শহিদুল হক মিন্টু, দপ্তর সম্পাদক মুন্সি মাহবুব আলম সোহাগ, মহানগর সদস্য জামাল উদ্দিন বাচ্চু, খুলনা জেলা কৃষক লীগের সাধারন সম্পাদক জনাব মানিকুজ্জামান অশোক।

সভায় সভাপতিত্ব করেন খুলনা মহানগর কৃষক লীগের আহবায়ক জনাব এ্যাডঃ এ কে এম শাহজাহান কচি। সভা পরিচালনা করেন মহানগর কৃষক লীগের সদস্য সচিব জনাব এ বি এম আদেল মুকুল।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,মহানগর কৃষক লীগের সদস্য, আবু বক্কর সিদ্দিকি, শেখ হারুন মানু, মোঃ নাইম,আইয়ুব আলী, মহানগর শ্রমিক নেতা আলমগীর মল্লিক, জেলা কৃষক লীগ নেতা এম এম জাহিদুল ইসলাম, খান আবু সাইদ, ১৭ ওয়ার্ড এর অহবায়ক নাজিম, ৩০ নং ওয়ার্ড সভাপতি মিলন,সাধারন সম্পাদক আবু হাসান, ২৯ ওয়ার্ড সদস্য সচিব সাংবাদিক মোঃ নজরুল ইসলাম সেজান, মামুন,আঃ মান্নান, ইমরান, রিপন, মানিক, প্রমুখ।

নজরুল ইসলাম/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ