চৌগাছায় তিন শতাধিক পেয়ারা ও মালটা গাছ কেটে সাবাড়

আরো পড়ুন

নিজস্ব প্রতিবেদক: যশোরের চৌগাছায় এক কৃষকের ক্ষেতের তিন শতাধিক পেয়ার ও মালটা গাছ কেটে সাবাড় করেছে দুর্বৃত্তরা। সোমবার (১৪র্মা) রাতে ধুলিয়ানি ইউনিয়নের শাহজাদপুর গ্রামের কৃষক আবদুল খালেকের ক্ষেতে এ ঘটনা ঘটে। এতে ওই চাষীর খরচের হিসেবেই লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে। পেয়ারা গাছ একবার লাগালে চার বছর বিক্রি করা যায় সে হিসেবে তার পাঁচ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি।

কৃষক আব্দুল খালেক বলেন, মঙ্গলবার সকালে ক্ষেত পরিচর্যার কাজে গিয়ে দেখি আমার বাগানের ৪টি সারির প্রায় ৩০০ গাছ সব কেটে দিয়েছে দুর্বৃত্তরা। আমার জানামতে কোন শত্রু নেই। হয়ত কেউ মনে মনে শত্রুতা করতে পারে। অভাব-অনটনের সংসারে অনেক কষ্ট করে প্রায় ৪ বিঘা জমিতে পেয়ারা ও মাল্টা চাষ করেছি। এখন পর্যন্ত মোট জমিতে ৫ লাখ টাকার উপরে ব্যয় হয়েছে। তিন মাস ধরে পেয়ারা বিক্রি করছেন। প্রায় ৫০ হাজার টাকার পেয়ারা বিক্রি হয়েছে। এখন প্রতিটি গাছ ফুল আর ফলে ভরা। সোমবার দিবাগত রাতে অজ্ঞাত ব্যক্তিরা চার বিঘার অন্তত ১৩ কাটা জমির প্রায় ৩শ’ শতাধিক পেয়ারা ও মালটা গাছ কেটে সাবাড় করেছে। এতে আমার খরচের হিসেবেই লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। তিনি আরও বলেন, পেয়ারা গাছ একবার লাগালে চার বছর পেয়ারা বিক্রি করা যায়। সে হিসেবে আমার পাঁচ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

জগো/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ