যবিপ্রবি প্রতিনিধি: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) এর কেমিকৌশল বিভাগের এক যুগ পূর্তি উপলক্ষে কেমিক্যাল ডে উদযাপন করা হয়েছে।
আজ মঙ্গলবার (১৪মার্চ) সকালে আনন্দ র্যালির মধ্য দিয়ে কেমিক্যাল ডে এর আনুষ্ঠানিক ঘোষণা করা হয়। র্যালি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনের সামনে থেকে যাত্রা শুরু করে সারা ক্যাম্পাস প্রদক্ষিন করে বিভাগে এসে শেষ হয়। এসময় ” শুভ শুভ শুভ দিন, কেমিক্যাল এর জন্মদিন” স্লোগানে মুখরিত হয়ে উঠে সমস্ত একাডেমিক ভবন। স্লোগানে কেমিকৌশল বিভাগকে রয়েল বিভাগ হিসাবে উল্লেখ করেন স্লোগান ধারীরা।
র্যালি শেষে কেমিকৌশল বিভাগের শ্রেণিকক্ষে বিভাগের চেয়ারম্যান ও গবেষক ড. জাভেদ হোসেন খানের সভাপতিত্বে কেক কাটা হয়। এসময় তিনি বলেন, কেমিকৌশল বিভাগে পড়ে তোমাদের হতাশ হওয়ার কারণ নেই। তোমরা তোমাদের বড় ভাই আপুদের থেকে খোজ নিলে জানতে পারবা কেমিকৌশল বিভাগে পড়ে কি করতে পারবা। এ বিভাগের পড়াশোনার বিস্তৃত ও অনেক।
এ সময় কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. বিপ্লব কুমার বিশ্বাস বলেন, প্রতি বছরই কেমিকৌশল ডে উদযাপন করা হয়। গত দুই বছর কোভিড-১৯ এর কারণে আমরা সে আয়োজন করতে পারিনি। তবে তোমাদের এবারের আয়োজন ছিলো একটু ভিন্ন রকম। তোমাদের জন্য শুভ কামনা। ‘
পরে খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় কেমিকৌশল বিভাগের অন্য সকল শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০০৯ সালে অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল টেকনোলজি নামে বিভাগটির যাত্রা শুরু হয়। এরপর ২০১১ সালে বিভাগটির নাম কেমিক্যাল ইন্জিনিয়ারিং করা হয়। পড়াশোনার পাশাপাশি গবেষণা, খেলাধুলা ও সাংস্কৃতিক ক্ষেত্রেও এ বিভাগের সুনাম রয়েছে। ইন্জিনিয়ারিং অনুষদের অন্তর্ভুক্ত এ বিভাগে স্নাতক (বিএসসি ইন্জিঃ) ও স্নাতকোত্তর (এমএসসি ইন্জি./এমফিল ও পিএইচডি) পর্যায়ে পাঠদান করা হয়।
রুহুল আমিন/এমআই

