নিজস্ব প্রতিবেদক: যশোরে বিভিন্ন কলেজে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে আলোচনা সভা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনভিত্তিক ছড়া, কবিতা, সঙ্গীত প্রতিযোগিতা শেষে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের নির্দেশে শনিবার ( ১২মার্চ) এ আয়োজন করা হয়।
যশোর সরকারি মাইকেল মধুসূদন মহাবিদ্যালয়ে এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ প্রফেসর মর্জিনা আক্তার। সম্মানিত অতিথি ছিলেন প্রতিষ্ঠানের সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আবুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর নাসিম রেজা। অনুষ্ঠানের আহবায়ক প্রফেসর জিল্লুল বারীর সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক শাহজান কবীরের সঞ্চলনায় বক্তব্য রাখেন একাদশ শ্রেণির শিক্ষার্থী অহনা খালেক ও জারিন নাসরিন তানমি।
যশোর সরকারি মহিলা কলেজে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা খায়রুজ্জামান শরীফ রয়েল। প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ড. মিয়া আব্দুর রশিদের সভাপতিত্বে ও সহযোগী অধ্যাপক মোফাজ্জেল হোসেনের সঞ্চলনায় শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মাহবুবুল হক ও অনুষ্ঠানের আহবায়ক সৈয়দ আহসান হাবীব বক্তব্য রাখেন।
জাগো/এমআই

