বগুড়া প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জে জমি নিয়ে বিরোধে অবসর প্রাপ্ত সেনা বাহিনীর ওরেন্ট অফিসার শরিফুল ইসলামকে বেধরক মারপিট অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ সূত্রে জানা গেছে শিবগঞ্জ পৌর এলাকার মৃত: ছাদেক আলী মন্ডলের ছেলে অবসর প্রাপ্ত সেনা বাহিনীর ওরেন্ট অফিসার শরিফুল ইসলামের ছেলে ওমর ফারুক উপজেলার কিচক ইউনিয়নের চকগোপিন গ্রামের সাইফুল ইসলামের মেয়ে সুমাইয়া আক্তারকে (২০) বিয়ে করে। সুমাইয়ার পিতা তার মেয়েকে ৩বিঘা জমি লিখে দিলেও বর্তমানে সেই জমির মূল্য বৃদ্ধি পাওয়ায় তার পিতা জমিটি দখলে নেওয়ার জন্য পায়তারা করছে। কিন্তু মেয়ে তার পিতাকে জমি ছেড়ে না দেওয়ায় দীর্ঘদিন যাবৎ উভয় পক্ষের মধ্যে বিবাদ চলে আসছে। এক পর্যায়ে বুধবার (৯ মার্চ) জমিটি সরকারি আমিন দ্বারা মাপযোগ করার সময় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এসময় প্রতিপক্ষের মারপিটে অবসর প্রাপ্ত সেনা বাহিনীর ওরেন্ট অফিসার শরিফুল ইসলাম গুরুতর জখম হন। বর্তমানে তিনি শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ দীপক কুমার দাস বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
মোস্তাকিম বিল্লাহ/এমআই

