বিকাশের ১৪ হাজার টাকা উদ্ধার করে মালিককে দিলেন যশোর পুলিশ

আরো পড়ুন

ডেস্ক রিপোর্টঃ ভুলক্রমে অন্য একটি নম্বরে চলে যাওয়া বিকাশের টাকা উদ্ধার করে মালিককে বুঝিয়ে দিয়েছে যশোর পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল।

যশোর কোতোয়ালি থানার শাহ আলমের বিকাশের ১৪ হাজার টাকা ভুলক্রমে অন্য একটি নম্বরে চলে যায়। পরে তিনি ব্যক্তিগতভাবে একাধিকবার চেষ্টা করেও টাকা ফেরত আনতে ব্যর্থ হন। অবশেষে পুলিশের শরণাপন্ন হন তিনি।

পরবর্তী সময়ে যশোর কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন ভুক্তভোগী। সে জিডি যশোর জেলার সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলকে অবহিত করলে তথ্য প্রযুক্তির সহায়তায় টাকা উদ্ধার করা হয়। পরে বৃহস্পতিবার (৩মার্চ ) টাকা প্রাপকের কাছে হস্তান্তর করা হয়।

ভিকটিম তাঁর টাকা ফেরত পেয়ে বাংলাদেশ পুলিশ এবং যশোর সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

জাগো/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ