সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরার পল্লীতে পরকীয়া সম্পর্কের কারনে স্বামীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। এই ঘটনায় স্বামী হত্যা মামলায় স্ত্রী ও পরকিয়া প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২মার্চ) সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার নগরঘাটা গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম গোলাম হোসেন মোড়ল (৪০)।সে নগরঘাটার গ্রামের মোহাম্মাদ আলী মোড়লের ছেলে। গ্রেপ্তারকৃতরা হল রেহেনা পারভীন(৩৮) ও প্রেমিক মো.রাব্বি (২৫)।
স্থানীয়দের বারত দিয়ে থানা পুলিশ জানায়, পাটকেলঘাটা থানার নগরঘাটা ইউনিয়নের কাপাশডাঙ্গা গ্রামে রাকিব অটো রাইচ মিলে শ্রমিকের কাজ করত (রেহেনার ও পরকীয়া প্রেমিক রাব্বি)। কাজের সুবাদে নিহত গোলাম মোড়লের বাড়িতে অবাদে যাতায়াত করত রাব্বি। এক পর্যায়ে রেহানা ও রাব্বির সাথে গড়ে ওঠে অনৈতিক সম্পর্ক। অবশেষে পরকীয়ার ঘটনাটি বুঝতে পেরে এলাকাবাসী তাদের ধরে ফেলে। মঙ্গলবার সন্ধায়পর রেহেনা ও রাব্বি পুনরায় অনৈতিক সম্পর্কে লিপ্ত থাকা অবস্থায় দেখে ফেলে স্বামী গোলাম মোড়ল । এনিয়ে বিপত্তি বাঁধলে বুধবার ভোর রাতে স্বামী গোলাম মোড়লকে রশি দিয়ে শ্বাসরোঁধ করে হত্যা করেন রেহেনা এবং তার পরকীয়া প্রেমিক রাব্বি।পরদিন সকালে স্বামী ট্রোকে মারা গেছে বলে এলাকায় প্রচার দিতে থাকে স্ত্রী রেহেনা। ঘটনাটি বুঝতে পেরে এলাকাবাসী থানা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায় এবং জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করে।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় জানান, এটি একটি পরকিয়ার ঘটনা। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দ্বায়ের করা হয়েছে। মামলায় রেহেনা এবং প্রেমিক রাব্বিকে গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার সকালে আদালতে পাঠানো হয়েছে।
কিশোর কুমার/এমআই

