কেশবপুরে বীর মুক্তিযোদ্ধার জন্য ‘বীর নিবাস’র উদ্বোধন

আরো পড়ুন

কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুরে অসচ্ছল ৮ জন বীর মুক্তিযোদ্ধার জন্য ‘বীর নিবাস’ এর উদ্বোধন হয়েছে। (৩মার্চ ) বৃহস্পতিবার বিকেলে প্রধান অতিথি হিসেবে ‘বীর নিবাস’ নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন, যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য শাহীন চাকলাদার।

কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে সুজাপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোবারক হোসেন হাওলাদারের জন্য ‘বীর নিবাস’র ভিত্তিপ্রস্তর উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম, পৌর মেয়র রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, সদর ইউনিয়নের ইউপি সদস্য কামরুজ্জামান কামাল প্রমুখ। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে ওই ৮টি ঘর তৈরি করা হচ্ছে। প্রতিটি ঘরের নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১৩ লাখ ৪৩ হাজার ৬১৮ টাকা।

কেশবপুরে ৮ জন বীর মুক্তিযোদ্ধা ঘর পাবেন তাঁরা হলেন- উপজেলার চিংড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ, সাগরদাঁড়ি গ্রামের বীর মুক্তিযোদ্ধা নিমাই দেবনাথ, ভরত ভায়না গ্রামের বীর মুক্তিযোদ্ধা কালিপদ মন্ডল, মহাদেবপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, সুজাপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোবারক হোসেন হাওলাদার, হাড়িয়াঘোপ গ্রামের বীর মুক্তিযোদ্ধা সুভাষ চন্দ্র দেবনাথ, পাত্রপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন সরকারের স্ত্রী আশরাফুন্নাহার ও প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ব্রাহ্মণডাঙ্গা গ্রামের আব্দুল ফকিরের ছেলে মমরেজ ফকির।

এর আগে বৃহস্পতিবার দুপুরে যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য শাহীন চাকলাদার প্রধান অতিথি হিসাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের সেবা দেওয়ার জন্য নতুন একটি অ্যাম্বুলেন্সের উদ্বোধন করেন।

উৎপল দে/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ