বগুড়া: বগুড়া প্রেসক্লাবের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
বুধবার বিকেলে প্রেসক্লাবের ক্রীড়া উপ-কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
স্বাধীনতা দিবস উপলক্ষ্যে টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট, ক্যারাম ও দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ক্লাবের সদস্যদের নাম তালিকাভুক্তির আহবান জানানো হয়েছে।
নাম তালিকাভুক্ত করার শেষ তারিখ আগামী ৯ মার্চ। এরপর পর্যায়ক্রমে ক্যারাম ও দাবা খেলা অনুষ্ঠিত হবে। ২৭ শে মার্চ অনুষ্ঠিত হবে ক্রিকেট টুর্নামেন্ট।
ক্রীড়া সম্পাদক লতিফুল করিমের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন আব্দুস সালাম বাবু, মাসুদুর রহমান রানা, তোফাজ্জল হোসেন, এইচ আলিম, ফরহাদুজ্জামান শাহী।

