মার্চের প্রথম প্রহরে ঝিকরগাছা স্বেচ্ছাসেবক লীগের মোমবাতি প্রজ্বলন

আরো পড়ুন

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি: অগ্নিঝরা মার্চের প্রথম প্রহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে যশোরের ঝিকরগাছা উপজেলা স্বেচ্ছাসেবক লীগ।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা ১মিনিটে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবুল কালাম আজাদের নেতৃত্বে উপজেলা মোড়স্থ বঙ্গবন্ধু ম্যুরালে জাতির পিতার প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। এরপর মোমবাতি প্রজ্বলন করেন তারা।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য ও পৌর শাখার সভাপতি ফারুক হোসেন, সাধারণ সম্পাদক মুনিরুল আলম মিশর, নবনির্বাচিত কাউন্সিলর ও উপজেলা সদস্য সাজ্জাতুল জামান রনি, জাহিদুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগ নেতা ইসমাইল হোসেন, আবুল হোসেন, প্রশান্ত কুমার কাটু, আরিফ হোসাইন, শাকিল হোসেন, ইমন সরদার, রাজন, রকি প্রমুখ।

এবিষয়ে আহ্বায়ক আবুল কালাম আজাদ বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজকের অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের অগ্নিঝরা মার্চের কর্মসূচি শুরু হলো। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বে সাম্প্রদায়িক গোষ্ঠী ও একাত্তরের পরাজিত শক্তির সব ষড়যন্ত্র প্রতিহত করে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। সকল ইতিবাচক কাজে সরকারের পাশে থাকবে স্বেচ্ছাসেবক লীগ।

শাহ জামাল শিশির/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ